বগুড়ায় ইউপি সদস্যকে কুপিয়ে নির্মম হত্যা

বগুড়ার শিবগঞ্জে মোস্তাফিজার রহমান মোস্তা (৫০) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় উপজেলা সদরের আলাদিপুর নয়া পাড়া গ্রামে এঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার (২১ অক্টোব) সকালে নিহতের বাড়ি থেকে দুই’শ গজ দূরে একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোস্তাফিজার রাহমান মোস্তা ঐ এলাকার আকবর হোসেন মন্ডলের ছেলে ও শিবগঞ্জ ইউপির সাবেক সদস্য।