ভারতে রহস্যজনক রোগে ২৯২ জন হাসপাতালে

ভারতের অন্ধ্রপ্রদেশে রহস্যজনক এক অসুখে আক্রান্ত হয়ে ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন এবং ১৪০ জন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। অন্ধ্রপ্রদেশের এলুরু অঞ্চলের চিকিৎসকরা বলছেন, বমি বমি ভাব এবং তারপর অজ্ঞান হয়ে পড়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী আলা কালী কৃষ্ণা শ্রীনিভাস জানিয়েছেন, রক্ত পরীক্ষায় কোন ধরনের ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি। তিনি জানিয়েছেন, স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞরা এলুরু সফর করেছেন। তারা পানি ও বায়ুতে কোন ধরনের দূষণের কারণে এই সমস্যা হওয়ার সম্ভাবনা নেই বলে মত দিয়েছেন।