শেষ কথা || সাজু আহমেদ

যে কথা, বলা হয়নি আজও
সে কথা বলার নেই কোনো মানে।
যে কথা, বলতে চাই আমি বারবার
সে কথা বলতে নেই কোনো বাধা আর।
যে কথা, রয়ে গেছে হ্রদয়ের কোনে
সে কথা আজও অকারনে ভাবিয়ে তুলে।
যে কথা, বলতে চাইনা কোনোদিন আর
সে কথা না বলাই থাক চিরদিন আমার।
যে কথা, শুনতে চেয়েছি আমি হাজারবার
সেই কথা শুনালে হবনা তৃপ্ত আমি আর।
যে কথা, দিয়েছে সীমাহীন কষ্টের যন্ত্রণা
সে কথা শুনলে বুঝবেনা মৃত মনের যন্ত্রণা
যে কথা,বলতে চাই শেষবারের মতো আমি
শুনে রাখো বদলাবে না এই জগতের দাবি
শেষ কথা-কবিতা
লেখক সাজু আহমেদ