মহিপুরে জিএনবি’র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফাইজুর রহমান, মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নে আন্তর্জাতিক বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস্ বাংলাদেশ (জিএনবি)-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষ্যে ডালবুগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সংস্থাটির কলাপাড়া সিডিপি’র প্রজেক্ট ম্যানেজার কিরণ বাড়ৈ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ আল-আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডালবুগঞ্জ ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ দেলওয়ার হোসেন শিকদার।
এছাড়াও বক্তব্য রাখেন ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন মুন্সী, প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস, ইউনিয়ন মহিলা সমবায় সমিতির সভাপতি আয়শা আক্তার মুকুল, সহ-সভাপতি পিয়ারা বেগম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার দিতে হবে। এখনো অনেক নারীরা পিছিয়ে রয়েছে। পিছিয়ে পরা নারীদের কর্মদক্ষতার মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে।’
আলোচনা শেষে একটি র্যালি বের হয়ে বিদ্যালয়ের মাঠ প্রদক্ষিণ করে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিএনবি’র কলাপাড়া সিডিপি’র এডমিন মোঃ সাজু মিয়া।