ফরিদগঞ্জে প্রতিবন্ধী ছেলে হারানো বিজ্ঞপ্তি

মোঃ মুজাম্মেল হোসেন মল্লিকঃ চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলার শোল্লা পাটওয়ারী বাড়ির মোঃ সাব্বির (১৭) নামে একটি শারীরিক প্রতিবন্ধি ছেলে গত ১৩ মার্চ ২০২২ তারিখে উপজেলার শোল্লা বাজার থেকে হারিয়ে যায়।
অনুমান রাত ১.০০ ঘটিকার সময় শারীরিক প্রতিবন্ধি ছেলে মোঃ সাব্বির হোসেন কাউকে কিছু না বলে বাড়ি থেকে চলে যায় পরে আর বাড়ি ফিরে আসে নি। বাড়ি থেকে বের হবার সময় তার পরনে ছিল গীয়া কালারের গেঞ্জি ও জিনস প্যন্ট। তার উচ্চতা ৫ফুট‘ গায়ের রং কালো। হতাশায় ভুগছেন তার পরিবার।
পরিবারের আকুতি যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান । তাহলে যোগাযোগ করুন ০১৭৯৭১৫৯০৫৫, ০১৭৪১৪৩০৩৬৫।