ফরিদগঞ্জে শোল্লা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে টিসিবির পন্য বিতরন

মোঃ মুজাম্মেল হোসেন মল্লিকঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নে ২৩ মার্চ বৃহস্পতিবার সকালে ৩৩ নং শোল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১০৪০ জন দরিদ্র নারী পুরুষকে টিসিবির পণ্য বিতরন করা হয়।
টিসিবির পন্য বিতরন উদ্বোধন করেন ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন ট্যাগ অফিসার, আব্দুলা আল মামুন
দেশে নিত্যপ্রয়োজনীয় কিছু খাদ্য দ্রব্যের দাম বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের মানুষরা। ওইসব সীমিত আয়ের মানুষ যেন কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারেন, সে জন্য সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে কিছু পণ্য খোলাবাজারে বিক্রি করছে সরকার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৪ নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসিন হোসেন, ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সচিব আমির হোসেন সোহেল, ৪নং সুবিদপুর ইউনিয়ন পরিষদের প্যনেল চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড মেম্বার মোঃ সৈকত মোল্লা, ৯নং ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন প্রমুখ।