ফরিদগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ইভটিজিং, তিন জন আটক

খবর পেয়ে, সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহামন, ব্যবস্থাপনা কমিটির সদস্য আতিক খানসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে ছুটে যান। এবং তারা শিক্ষার্থী ও বখাটেদের মাদরাসায় নিয়ে যান এবং ফরিদগঞ্জ থানা পুলিশে খবর পাঠান। পরে এস.আই. রুবেল ফরায়েজিসহ সঙ্গীয় ফোর্স মাদরাসায় উপস্থিত হয়ে ভূক্তভোগী শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ শোনেন। এ সময়ে, অভিযুক্তরা অপরাধ স্বীকার করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যান।
ভূক্তভোগী অনেকে এসব বখাটেদের উপযুক্ত শাস্তি দাবি করেন, অধ্যক্ষ মিজানুর রহমান বলেছেন, ছাত্রীর ইভটিজিং, শ্লীলতাহানী এবং নির্যাতনের অভিযোগের সত্যতা পেয়েছি। শুধু আজ নয়, এর আগেও এমন অভিযোগ শোনা গেছে। ছাত্রীরা নিরাপত্তার ভয়ে প্রকাশ্যে অভিযোগ করে না।
এ বিষয়ে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেছেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়ে তিনজনকে আটক করেছি। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।