কমলনগরের চরবসু এলাকায় শতাধিক গরীব ও অসহায় শিশুর মাঝে ঈদ বস্ত্র বিতরণ

মোঃ সুমন উদ্দিন, নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরের কমলনগরের চরবসু এলাকায় ব্যক্তিগত উদ্যোগে শতাধিক গরীব ও অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে তরুণ সমাজসেবক মাহমুদুন্নবী সোহেল রানা।
শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল ৩টার সময় চরবসু এলাকার ৯নং ওয়ার্ডের রসুলপুর জামে মসজিদ প্রাঙ্গণে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। এসময় শিশুদের মাঝে শার্ট, প্যান্ট ও পাঞ্জাবি বিতরণ করা হয়।
মাহমুদুন্নবী সোহেল রানা জানান, সর্বদায় গরীব ও অসহায়দের পাশে থাকার চেষ্টা করি, তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও এলাকার গরীব ও অসহায়দের জন্য কিছু ঈদ উপহারের ব্যবস্থা করেছি। আমি চাই ঈদ আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে। আর আমার এই ঈদ উপহারে আর্থিক সহযোগীতা করেছে আমার বাবা সৌদি প্রবাসী নবীর হোসেন। আমি সবার নিকট আমার বাবার জন্য দোয়া চাই।
এ সময় উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন, সোহাগ, নাহিম, কবির, শরীফ প্রমুখ।