দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হলেন রামগঞ্জের কৃতিসন্তান রাফি

নিউজ, রামগঞ্জ বার্তা:
লক্ষীপুরের রামগঞ্জের কৃতিসন্তান জনাব মোঃ তানজিল হাসান (রাফি) দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক (AD) হিসেবে গেজেটভুক্ত হন। রামগঞ্জ পৌরসভার ৯ং ওয়ার্ড এর জগতপুর গ্রামের কাজী বাড়িতে জন্ম তার, বাবা শেখ দেলোয়ার হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা সেলিনা আক্তার একজন গৃহিণী।
তিনি রামগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি (২০০৯) এবং রামগঞ্জ মডেল ডিগ্রী কলেজ থেকে এইচএসসি (২০১১) পাস করেন। এরপর তিনি প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ডিগ্রি (২০১৭ সাল) সম্পন্ন করেন।
এর আগে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাজেট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
রামগঞ্জের কৃতি সন্তান হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সাংবাদিক, শিক্ষক এবং তার বন্ধুবান্ধবসহ বিভিন্ন পেশার মানুষ তাকে প্রাণঢালা অভিনন্দন জানান।