লতাচাপলী ইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মহিলা মেম্বার প্রার্থীর পোস্টারিং

বিশেষ প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আসন্ন ৭নং লতাচাপলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী মোসাঃ শাহনাজ বেগম (শাহিনুর) নিয়ম-নীতির তোয়াক্কা না করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পোস্টারিং করেছেন।
বুধবার (৮ জুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী শাহিনুরের হেলিকপ্টার মার্কার পোস্টার ঘরের দেয়ালে, ঘরের টিনে এবং বৈদ্যুতিক খুঁটিসহ বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।
এ বিষয়ে জানতে মহিলা মেম্বার প্রার্থী শাহিনুরকে ফোন দিলে তিনি অস্বীকার করে বলেন, ‘ওগুলো আমরা লাগাইনি, আমার প্রতিপক্ষরা হয়তো লাগিয়েছে।’ প্রতিপক্ষরা পোস্টার কীভাবে পেলো এবং কেনোই বা এমন করবেন জানতে চাইলে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি।
পরে তার স্বামী মিশ্রিপাড়া ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান প্রার্থীর কাছ থেকে মোবাইল নিয়ে সাংবাদিক পরিচয় পেয়ে হুমকির সুরে বলেন, ‘আমাদেরকে আচরণবিধি শিখাতে হবে না। আমরা ভালো করে জানি। আপনার সাহস থাকলে নিউজ করেন। তাতে আমাদের কিছু আসে যায় না।’
আচরণবিধি লঙ্ঘনের কারণে আপনার স্ত্রীর প্রার্থীতা বাতিল হতে পারে বললে তিনি বলেন, ‘সেটা পরে দেখা যাবে।’ বলেই ফোনটা কেটে দেন। পরে আর সংযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, আগামী ১৫ জুন উপজেলার লতাচাপলী ও ধুলাসার ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে ইউনিয়ন দু’টিতে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা ও ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের কারণে কয়েকজন প্রার্থী ও সমর্থকের জরিমানা করা হয়েছে।